অগ্রসর রিপোর্ট : যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ‘বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে’ শিরোনামের প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও একপাক্ষিক’ বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।
মঙ্গলবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদন বাংলাদেশ সম্পর্কে ভ্রান্ত ও পক্ষপাতদুষ্ট ধারণা ছড়াচ্ছে, যেখানে দেশটিকে ধর্মীয় চরমপন্থার হুমকির মুখে পতিত হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রকৃতপক্ষে, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে অতিসরলীকৃতভাবে তুলে ধরে ১৮ কোটি মানুষের জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার প্রচেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনটিতে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও বাস্তব পরিস্থিতির জটিলতা উপেক্ষা করে নির্বাচিত কিছু ঘটনা তুলে ধরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।