খন্দকার মোশাররফ হোসেন বলেন, খরার সময় দেশে পানির স্বল্পতা দেখা দিচ্ছে। পানির স্তর কোন কারণে কমে যাচ্ছে তা অনুসন্ধান করতে এবং এর সমাধান খুজতে হবে। এছাড়া কিভাবে পানির উত্তোলন বাড়ানো যায় সে লক্ষ্যে গ্রাউন্ড লেভেল থেকে পানি উত্তোলনে ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামীতে আমাদের সারফেজ পানির ব্যবহার বাড়ানোর উপরও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবে। ২০২১ সাল দারিদ্রমুক্ত দেশ এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এই লক্ষ্যমাত্রার আগেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।
বর্তমান সরকার সময়ে দেশের মানুষের মাথা পিছু আয় অনেক বেড়েছে এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মাথা পিছু আয় এখন ১ হাজার ৬৫৫ ডলারে এসে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে দেশের সকল ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে। আর এই ধারাবাহিকতায় ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে।
দেশের ৬৪ জেলায় এলজিইডির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে কুন্ঠাবোধ করলে তা আমাদের জন্য লজ্জার। তাই জাতির পিতার অবদান জাতির কাছে অবিস্মরণীয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ইকরামুল হক, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও জনস্বাস্থা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মাদ ওয়ালীউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এবার ১২টি স্টল নিয়ে আয়োজিত এ মেলায় এলজিইডি’র বিভিন্ন প্রকল্পসহ ঢাকা ওয়াসা, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতর মেলায় অংশ নিয়েছে। বিভিন্ন প্রকল্প মেলায় প্রর্দশন করা হচ্ছে।