অগ্রসর রিপোর্ট: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সাথে নগরকান্দা উপজেলার জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অংশীজনদের মতবিনিময় সভা ও প্রকল্প উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান, নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, শহীদনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম প্রমুখ।
এসময় বক্তারা নগরকান্দা-সালথা উপজেলার সংযোগ সড়কের বেহাল দশা, অবৈধ দখল, বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক অতুল সরকার বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে ও নগরকান্দা উপজেলার সমস্যা সম্বাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে উপজেলা চত্বরে নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
এর আগে তিনি সকালে উপজেলার পুরাপাড়া ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও পরে উপজেলার কাইচাইল ইউনিয়নের আশ্রয়নে উপস্থিত হয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় ও তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।