নকলা (শেরপুর) প্রতিনিধি : সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে। জানা গেছে, বর্তমান কমিটি ৯টি ইউনিয়নে কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়নে ছুটে যাচ্ছেন। ইফতার পার্টি করছেন। সরকারের উন্নয়নের মোড়ক উন্মোচন করছেন। নৌকায় ভোট চাইছেন।
এক সময় নকলায় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল। মাঝখানে বিএনপি একবার মাত্র ক্ষমতায় আসীন হয়। গতবার কেন্দ্রিয় নেতাদের বিশাল এক বহর নিয়ে নকলায় সম্মেলনে এসে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন কেন্দ্রিয় নেতারা।
প্রথম দিকে এই কমিটিকে সবাই মেনে নেয়। এবং তাদের মুখে স্লোগান ছিল নকলা-নালিতাবাড়ীর উন্নয়নে একমাত্র মতিয়া চৌধুরীই মানায় বলে তারা উল্লেখ করেন।
ইদানিং এক শ্রেণীর নেতাকর্মীরা মতিয়া চৌধুরীর বিরোধিতা করে নানা রকম কুৎসা রটনা করছেন। প্রকাশ্যে যখন দ্বন্দ্ব দেখান, শোডাউন করে বক্তৃতা দেন, সভা করেন, এসকল খবর লিখলেও সাংবাদিকদের উপর রাগ-ক্ষোভ তুঙ্গে ওঠে।
আওয়ামী লীগের এক পতাকায় সকলকে এগিয়ে আসার আহব্বানে কেউ এগিয়ে আসেনি। যার যার মত নিয়ম বর্হিভূত ভাবে দলের কথা বলছেন। অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর নিন্দনীয় কাজগুলোর সমালোচনা করছেন। আবার কেউ কেউ উচ্চ স্বরে বলছেন, অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর উন্নয়নের কাজের কথা, সফলতার কথা। তাহলে মিথ্যাচার কেন? এখনো সময় আছে উদ্যোগ নিন, সকলে মিলে এক পাতাকা তলে কাজ করার জন্য উদ্যোগী হতে দলের সাধারন নেতা-কর্মীরা তাগিদ দিয়েছেন।