অগ্রসর রিপোর্ট : রাজধানীর ধানমন্ডি ক্লাবের বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে ক্লাবে অভিযান শেষে বারটি সিলগালা করা হয়। এর আগে রাত ৯টা ২০ মিনিটে অভিযান শুরু হয়।
র্যাব-২’এর কোম্পানি কমান্ডার শাহাব উদ্দিন জানান, র্যাবের সদস্যরা ক্লাবের বারটি বন্ধ অবস্থায় পায়। বারটির লাইসেন্স রয়েছে।
শাহাব উদ্দিন আরও বলেন, “তাদের (বার) কী পরিমাণ মদ রাখার অনুমতি রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের বৈধ কাগজপত্র ও রেজিস্টার দেখানোর জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।”
বারটিতে মদের মজুদ দেখানোর পর র্যাব যদি কোনো অনিয়ম পায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন র্যাবের এই কর্মকর্তা।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ধানমন্ডি ক্লাবের নির্বাহী কমিটির সভাপতি বলে জানা গেছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে র্যাব অভিযান চালিয়ে তাসের বাক্স, অবৈধ পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করে। এসময় ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজ ছাড়াও ক্লাবের চার কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আজ দুপুরে রাজধানীর নিকেতনে যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ, এফডিআর এবং অবৈধ অস্ত্রসহ তাকে আটক করে র্যাব।