অগ্রসর রিপোর্ট: হজ যাত্রীদের কোটা পূর্ণ না হওয়ায় ফের বাড়ল নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সময়সীমা।
বৃহস্পতিবার বিকালে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে নির্ধারিত সময়ে শেষদিন নিবন্ধনের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। একই সঙ্গে সময়সীমা আর না বাড়ানোর কথা বলা হয় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।
কিন্তু আশানুরূপ হজ যাত্রী নিবন্ধন না করায় ফের বাড়ানো হলো সময়সীমা। এখন পর্যন্ত নির্ধারিত সময়ে সরকারিভাবে ২ হাজার ৯৫২ জন এবং বেসরকারিভাবে ২২ হাজার ৯৬১ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।
এর আগে প্রথম দফার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। মার্চের প্রথমদিন থেকে ভিসা ইস্যু করা হবে এবং সৌদি ই-হজ সিস্টেমে ২০২৪ সালের ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।
বাংলাদেশ থেকে আগামী বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগ্রহী হজযাত্রীরা ১৮ জানুয়ারি পর্যন্ত ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৯৫২ জন সরকারিভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারিভাবে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরে দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।