পুতিন আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতের জন্য স্লোভেনিয়ার রাজধানী লিউবলিয়ানা হতে পারে চমৎকার স্থান। অবশ্য সাক্ষাতের স্থান মস্কোর একার পছন্দে হবে না বলেও তিনি মন্তব্য করেন।’
২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের প্রথম সাক্ষাৎ হয়েছিল লিউবলিয়ানায়। এ ছাড়া, ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প স্লোভানিয়ায় বড় হয়েছেন। ফলে প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট লুফে নিতে পারেন বলে মনে করছে মস্কো। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও পুতিন দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নতি ঘটানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকায় অনুষ্ঠিত গণভোটের জের ধরে প্রজাতন্ত্রটিকে রুশ ফেডারেশনের অন্তর্ভূক্ত করার পর রুশ-মার্কিন সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। শীতল যুদ্ধের পর দু’দেশের সম্পর্ক আর কখনো এতটা খারাপ ছিল না।