নিজস্ব সংবাদদাতা- দেশের বহুল প্রচারিত ও প্রকাশিত একটি দৈনিক পত্রিকা ‘আমার দেশ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এর পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মাহমুদুর রহমানকে। আজ রাজধানীর বকশি বাজারে অবস্থিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন।
এ নিয়ে গত ৫ বছরে দুইবার দণ্ডিত হলেন আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে আদালত অবমাননার অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় সুপ্রিম কোর্ট। প্রায় ১০ মাস কারাভোগ শেষে তিনি মুক্তি পান। এরপর ২০১৩ সালে আবারও গ্রেপ্তার হন মাহমুদুর রহমান এবং এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
উল্লেখ্য এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন প্রকাশ করে আমার দেশ।