অগ্রসর রিপোর্ট: নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ। ভারত হয়ে নেপাল থেকে আসা এই বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে।
প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪ সেন্ট (১০০ সেন্টে ১ ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে সাত টাকা।
বৃহস্পতিবার কাঠমান্ডুতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রিজওয়ান করিম, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের সিইও ডিনো নারানের নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় বন পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা ও জ্বালানি প্রতিমন্ত্রী পূর্ণ বাহাদুর তামাং উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে।
প্রথম ধাপে, ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে নেপাল।
নেপাল ইলেকট্রিসিটি অথরিটির কর্মকর্তারা আশা করছেন, বিদ্যুৎ রপ্তানি করে নেপাল প্রায় ৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বার্ষিক আয় করবে।
এই চুক্তির ফলে নেপাল প্রথমবারের মতো ভারতের বাইরে দ্বিতীয় কোনো দেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এতদিন নেপালের জ্বালানি বাণিজ্য শুধু ভারতের সঙ্গেই ছিলো।
ভারতের ৪০০ কেভি ধলকেবার-মুজাফফরপুর আন্তঃসীমান্ত ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নেপাল এ বিদ্যুৎ সরবরাহ করবে এবং ভারত প্রচলিত লাইনের মাধ্যমে তা বাংলাদেশে পাঠাবে।