অগ্রসর রিপোর্ট: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতরাতে বেশ কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়লে পাঁচ জনের মৃত্যু হয় এবং অনেক লোক আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছে। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী শুক্রবার এই কথা বলেছেন।
স্বাস্থ্য মন্ত্রী ফাহরেতিন কোকা এক্সে এক পোস্টে বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দু’টি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় ‘পাঁচজন মারা গেছে এবং ৪৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছে।’

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।