বিবিসি জানিয়েছে, দুটি বিস্ফোরণের মধ্যে একটি গাড়ি বোমা ও অন্যটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ইস্তাম্বুলের বেসিকতাস স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচটি শেষ হওয়ার ২ ঘণ্টা পর বিস্ফোরণ হয়। এর পর গোলাগুলির শব্দ শোনা যায়। তখনো অনেক দর্শক স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন।
হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কোনো পক্ষ ইস্তাম্বুলে এই হামলার দায় স্বীকার করেনি। তবে চলতি বছর কুর্দি বিদ্রোহী ও ইসলামিক স্টেট তুরস্কে বেশ কয়েকটি বড় ধরনের বোমা হামলা চালিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান শনিবারের ঘটনাকে ‘নিরাপত্তা বাহিনী ও জনগণের’ ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, বেসিকতাস ওবুরসাসপোরের মধ্েয ফুটবল ম্যাচের পরপর এই হামলা চালানোর অর্থ হলো, যত বেশি সম্ভব মানুষকে হত্যার উদ্দেশ্য ছিল হামলাকারীদের।
চলতি বছরের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি বড় ধরনের হামলা হয়েছে তুরস্কে। এসব হামলায় অংশ নিয়েছে কুর্দি জঙ্গি ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।