শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দ্রুত তার দেশকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য এই জোটের প্রতি আহবান জানিয়েছেন। তিনি গতকাল (রোববার) ইস্তাম্বুলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাতে তার দেশকে ইউরোপের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও স্পেনের প্রতি আহবান জানান। শরণার্থী সমস্যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার বিষয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য গতকাল ইস্তাম্বুল সফর করেন মার্কেল।
ইউরোপ অভিমুখে শরণার্থীদের ঢল কমিয়ে আনার লক্ষ্যে তিন দিন আগে ইউরোপীয় সরকারগুলো একটি চুক্তি সই করেছে। তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভূক্ত করার পথ প্রশস্ত করার লক্ষ্যে আলোচনা শুরু করার কথাও বলা হয়েছে ওই চুক্তিতে।
তুরস্কে আর মাত্র দুই সপ্তাহ পর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় বিভিন্ন ইস্যুতে ইউরোপের সঙ্গে তুরস্কের সমঝোতাকে সরকার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করছে বলে সরকার বিরোধীরা অভিযোগ করেছে।