স্টাফ রিপোর্টার : রাজা তুতেনখামেনের সমাধিক্ষেত্রে গোপন কক্ষের উপস্থিতির বিষয়ে তথ্য-প্রমাণ ক্রমশ জোরালো হচ্ছে। মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৯০ শতাংশ নিশ্চিত যে তুতেনখামেনের সমাধিক্ষেত্রে গোপন কক্ষ রয়েছে। খবর বিবিসির।
মিসরের পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে, তারা এ সম্পর্কে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত নিরীক্ষা করে দেখছে।
দেশটির পুরাতত্ত্বমন্ত্রী মামদোহ আল-দামাতি গত শনিবার বলেন, রাডারে পাওয়া তথ্যের ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে সেখানে (সমাধিক্ষেত্র) একটি কক্ষ রয়েছে।
তিনি বলেন, ‘উত্তর দেয়ালের (তুতেনখামেনের সমাধির) পাশে থাকা রাডারে বেশ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। যদি আমি ঠিক ধারণা করে থাকি, তাহলে এটা ধারাবাহিক সম্প্রসারণ— সমাধিক্ষেত্রটির করিডর সম্প্রসারণ, যা অন্য একটি সমাধিক্ষেত্রে গিয়ে শেষ হয়েছে।’
তিনি আরও বলেন, স্ক্যান করা তথ্যগুলো জাপানে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।
প্রত্নতত্ত্ববিদ নিকোলাস রেভিসের বিশ্বাস, তুতেনখামেনের সমাধির পাশে একটি গোপন কক্ষ রয়েছে এবং সেখানে রয়েছে রাণী নেফারতিতির সমাধি। তার দেওয়া এই তথ্যের পরই বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করে মিসর কর্তৃপক্ষ।
প্রায় ৩ হাজার ৩০০ বছর আগে মাত্র ১৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফারাও (মিসরীয় রাজা) তুতেনখামেন। নেফারতিতির এই সন্তানের সমাধিক্ষেত্রটি ১৯২২ সালে আবিষ্কৃত হয়।
এবার যদি সত্যিই তুতেনখামেনের সমাধিক্ষেত্রে আরেকটি কক্ষ আবিষ্কৃত হয় তাহলে হয়ত নেফারতিতির সমাধিরও সন্ধান পাওয়া যেতে পারে।