অগ্রসর রিপোর্ট : বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপির পক্ষ থেকে নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক এ আরাফাতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী অধ্যাপক এ আরাফাতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বিএসপির সাধারণ সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জুর, ফরিদ আহমদ বাঙালি, কাজী কামাল, সাংগঠনিক সম্পাদক মো. জসিম, কোষাধ্যক্ষ মফিজুর রহমান বাবু, সদস্য দীপক আচার্য্য, সদস্য আবদুস সালাম, সদস্য কামরুল নাহার রিতা, এ্যাড. সোহানা তাহমিনা, যুগ্ম সম্পাদক এবি এম সেলিম, দপ্তর সম্পাদক মোরশেদ মজুমদার, সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, মো. আলমগীর হোসেন, মো. তাজুল ইসলাম, সহ-নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।