বুধবার আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. আবু ইউসুফ। ২০০৬ সালে এই বিভাগে অধ্যাপনা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আতিউর। তিন বছর পর ডেপুটেশনে গিয়ে গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
‘হ্যাকিংয়ের’ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ডলার চুরির ঘটনাটি চেপে রেখে সমালোচনায় পড়া আতিউর একদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে আসেন।
মেয়াদ শেষের কয়েক মাস আগে পদত্যাগপত্র জমা দেওয়ার পর শিক্ষকতায় ফিরে যাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি।
অধ্যাপক হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগে যোগ দেওয়ার আগে নিজের গড়া প্রতিষ্ঠান ‘সমুন্নয়’ চালাচ্ছিলেন আতিউর। তার আগে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস) রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন তিনি। ১৯৮৩ সালে বিআইডিএসে যোগ দেওয়ার আগে ছাত্রাবস্থায়ই ১৯৭৫ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে প্ল্যানিং অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।