অগ্রসর রিপোর্ট :রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড হয়েছে রাজশাহীতে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ভোরে ঢাকাসহ দেশের কয়েক জেলায় কিছুটা বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল থেকে এসব জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
বর্তমানে কালবৈশাখীর মৌসুম চললেও এ বছর সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। গত সাড়ে চার মাসে কয়েক দিন দেশের বিভিন্ন জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।