জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে আজ সোমবার (১৮ মার্চ) ঢাকায় এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।
সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুইডেনের ক্রাউন প্রিন্সেসকে অভ্যর্থনা জানান। ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর।
এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। ঢাকায় সুইডেন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এবারের সফরে তিনি বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন। এছাড়া তিনি বৃহত্তম শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন।