কুমিল্লা (দাউদকান্দি) প্রতিনিধি- কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর কলেজের বঙ্গবন্ধু মাঠে ড্রোন উড়ানো হয়েছে। ড্রোন উড়ানো দেখতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আশে পাশের গ্রামের কয়েক হাজার লোক সেখানে ভীড় করে। শুক্রবার সকাল ১১টায় ড্রোন নিয়ে কলেজ মাঠে হাজির হন ডিকে টেকনোলজীর কর্ণধার জুলফিকার আলী ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
বঙ্গবন্ধু মাঠে ড্রোনটি উড়ানোর সাথে সাথে উপস্থিত জনতা হর্ষধ্বনি দিয়ে অভিনন্দন জানান। কিন্তু কেন এই ড্রোন উড়ানোর মহড়া। এ প্রসঙ্গে ডিকে টেকনোলজীর কর্ণধার জুলফিকার আলী বলেন, এটি কোন বিধ্বংসী বা মানুষ হত্যাকারী ড্রোন নয়, এটি মানুষের সেবাদানকারী ড্রোন। তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াস আরো একধাপ এগিয়ে যাবে। এই ড্রোনের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরের মাঠ পর্যায়ের কার্যক্রমগুলো নিজ দপ্তরে বসেই খুব অল্প সময়ের মধ্যে পর্যবেক্ষণ করা যাবে। সেই সাথে এই ড্রোনের সাহায্যে কৃষক তার চাষ করা ফসলের কি অবস্থা জানতে পারবেন এবং মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ওয়াচ টাওয়ারের চেয়ে দ্রুত কাজ করবে এ ড্রোন।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন বলেন, বাংলাদেশের মডেল হিসেবে সর্বপ্রথম দাউদকান্দি উপজেলায় এ ড্রোন পরীক্ষামূলক ব্যাবহার করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানোর পরিকল্পনা রয়েছে। ড্রোন উড়ানোর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার।