অগ্রসর, ডেস্ক রিপোর্ট : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেন দেন ও সূচক উভয়ই বেড়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি টাকার ওপরে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৯ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩২৯ টি কো¤পানির ২৪ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৮৯৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ৮০১ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ২৭৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৯.৭৬ পয়েন্ট বেড়ে ৫৬৫৬.০৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.১৬ পয়েন্ট কমে ২০৮৩.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ৫.৭৭ পয়েন্ট বেড়ে ১২৯৬.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪ টির,কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ার দর।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: ডরিন পাওয়ার,লঙ্কাবাংলা ফাইন্যান্স,রিজেন্ট টেক্স,স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, পেনিনসুলা চিটাগাং, শাহাজীবাজার পাওয়ার,মার্কেন্টাইল ব্যাংক ও বেক্সিমকো লিঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:পেনিনসুলা চিটাগাং, সএনএ টেক্স, ডেল্টা স্পিনিং, ফ্যামিলি টেক্স,জেনারেশন নেক্সট, নিটল ইন্সুরেন্স, আরএন স্পিনিং, াইসিবি সোনালি ১ মি. ফা,সেন্ট্রাল ইন্সুরেন্স ও ইউনাইটেড ইন্সুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:শ্যামপুর সুগার,দুলামিয়া কটন,স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স,জিএসপি ফাইন্যান্স,ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ড,ইসলামিক ফাইন্যান্স, প্রাইম ব্যাংক,সিনোবাংলা, শিয়ান টাইগার ও প্রিমিয়ার লিজিং।