অগ্রসর রিপোর্ট : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল ডলার তৈরির সরঞ্জামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা বড় কোন উৎসব যেমন-ঈদ, দুর্গাপূজাকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ করতো।
ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কোতয়ালী, আদাবর থানাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃতরা হলো, মামুন, মোছা. শিমু, কাজী মাসুদ পারভেজ, রুহুল আলম, সোহেল রানা ও নাজমুল হক।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট (প্রতিটি ১০০০ টাকার নোট), ১১৩টি জাল ডলার (প্রতিটি ১০০ ডলার নোট), দুই বান্ডিল ছাপানো জাল টাকার কাগজ, একটি ল্যাপটপ, দুটি স্ক্যানার, একটি লেমিনেটর, দুইটি প্রিন্টার, ১২টি ট্রেসিং প্লেট, ৫ রিম জাল টাকা ছাপানোর কাগজ, জাল টাকা ছাপানোর জন্য বিভিন্ন রঙের ৮ বোতল কালি, টাকার ক্রমিক নম্বর দেয়ার সিল ও একটি এফ প্রিমিও প্রাইভেটকার জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘ ৫-৬ বছর ধরে পরস্পর যোগসাজসে জাল নোট প্রস্তুত করে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করতো। তিনি বলেন, জাল টাকার কারবারিরা বড় কোন উৎসব যেমন-ঈদ, দুর্গাপূজা ইত্যাদি অনুষ্ঠানকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ এবং বিক্রি করতো। তারা ডলার বানাতেও পারদর্শী। তাদের তৈরি করা ডলার আসল না নকল তা সহজে বোঝা যায় না।’ এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।