নিহতরা হলেন- পুলিশ কনস্টেল খরেশ চন্দ্র (৪৪), স্ত্রী কেয়া রানি (৩৮), ছেলে নির্ণয় (৮), মেয়ে নাইস (১০) ও কেয়ার বোন সন্ধ্যা রানি (৩৪)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, ভোরে ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে খরেশ চন্দ্রের বাড়িতে আগুন ধরে যায় এবং ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়। খরেশ চন্দ্রের স্ত্রী ও শ্যালিকা ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কাউকে বের করতে পারেননি। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খরেশ ও তার ছেলে-মেয়ে।
খবর পেয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।