অগ্রসর রিপোর্ট :ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী যাত্রীবাহী কমিউটার ট্রেনের ছাদে বৃহস্পতিবার রাতে ডাকাতি ও দুই যাত্রী খুনের ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা পেশাদার ডাকাতদলের সদস্য।
দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর দপ্তরে সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন অধিনায়ক উইং কমান্ডার রুকনুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন, আশরাফুল ইসলাম স্বাধীন (২৬) মাকসুদুল হক রিশাদ (২৮), মো. হাসান (২২), রুবেল মিয়া (৩১) ও মোহাম্মদ (২৫)।
র্যাব অধিনায়ক বলেন, শুক্রবার রাত ১টার দিকে শহরতলীর শিকারীকান্দা থেকে প্রথমে গ্রেফতার হয় আশরাফুল ইসলাম স্বাধীন। পরে তার কথামত বিভিন্ন স্থানে অভিযানে অন্যদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, কমলাপুর রেল স্টেশন থেকে পেশাদার চার-ডাকাতরা ট্রেনে ওঠে। পরে রিশাদ, হাসান ও স্বাধীন টঙ্গী স্টেশনে ওই চারজনের সাথে যুক্ত হয়। গ্রেফতার আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কমান্ডার।
এর আগে পরশু রাতে ময়মনসিংহ জংশন স্টেশনের ওয়াসফিট থেকে ময়মনসিংহ জিআরপি পুলিশ শিমুল (২২) নামে একজনকে গ্রেফতার করে। এনিয়ে ওই ঘটনায় জড়িত গ্রেফতার আসামির সংখ্যা দাড়াল ছয় জনে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা ওই ট্রনের ছাদে উঠে ডাকাতি শুরু করে কয়েকজন। ডাকাতি কাজে বাধা পেয়ে যাত্রীদের ছুরিকাঘাত করে ডাকাত দল। ছুরিকাঘাতে নিহত হয় নাহিদ (২৬) ও সাগর (২২) নামের দুই যাত্রী। এসময় আহত হয় রুবেল (২৪) নামে অপর যাত্রী। এ ঘটনায় নিহত সাগরের মা হনুফা বেগম শুক্রবার রাতে অজ্ঞাত আট থেকে ১০ জনকে আসামি করে ময়মনসিংহ জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছেন জিআরপির থানার ওসি মামুন রহমান।