সম্প্রতি, চিনের এক সরকারি সংবাদপত্রে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্পের ‘আমেরিকায় চাকরি ফিরিয়ে আনা’ নীতির ফলে ভারতে চাকরি আউটসোর্সিং এবং রফতানি করা প্রভাবিত হবে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে সেখানকার তথ্যপ্রযুক্তি এবং ওষুধের সংস্থাগুলি।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিশ্বের সর্বাধিক শিক্ষিত, কারিগরি দক্ষ লোক ভারতে পাওয়া যায়। যার ফলেই, আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বহু মার্কিন সংস্থার কাছে ভারতই হল পছন্দের গন্তব্য। তাই, এই পরিস্থিতিতে মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ জানাচ্ছে ট্রাম্পের ‘আমেরিকায় চাকরি ফেরনো’ নীতি।
আরও জানা গেছে, যদি ভিসা নিষেধাজ্ঞা জারি হয়, তাহলে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে সমস্যা দেখা দিতে পারে। কারণ, ভারতীয়রাই ‘এইচ ওয়ান বি’ ভিসার সবচেয়ে বেশি দাবিদার। আর যেসব তথ্যপ্রযুক্তি সংস্থা ভারতে আউটসোর্সিং করে, তারাই বেশি পরিমাণ ভিসা প্রদান করে।