অগ্রসর রিপোর্ট : দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসাণের আহবানের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের তৃতীয় সভা বুধবার শেষ হয়েছে।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ প্রতিনিধিলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। অপরদিকে যুক্তরাষ্ট্রের ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের সহকারী ট্রেড রিপ্রেজেনটেটিভ মার্ক লিন্সকট।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া এস. বার্নিকাট অংশগ্রহণ করেন।
পরে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেন, ‘অত্যন্ত সোহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের আহবান জানিয়েছি।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের ডিউটি ও কোটা ফ্রি প্রবেশাধিকারের অনুরোধ করেছি। আমরা বলেছি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মূল নীতিমালা অনুয়ায়ী সব স্বল্পোন্নত দেশের (এলডিসি) জন্য ডিউটি ও কোটা মুক্ত সুযোগ দেওয়া উচিত।’
শুভাশীষ বসু জানান, যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলকে পণ্যের পাশাপাশি সেবা আমদানির অনুরোধ করা হয়েছে। সেখানে সেবা আমদানির ক্ষেত্রে কয়েকটি স্কীম চালু আছে, এর মধ্যে বাংলাদেশের জন্য যে স্কীম সুবিধাজনক সেটি দেওয়ার কথা বলা হয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, মিডওয়াফসহ অন্যান্য সেবাখাতে মোড-৪ এর আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ সহজীকরণের অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাণিজ্য সচিব আরো বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলকে আমরা বলেছি বাংলাদেশে বিনিয়োগ অনুকূল পরিবেশ রয়েছে। মার্কিন উদ্যোক্তারা স্থানীয় উদ্যোক্তাদের সমান বিনিয়োগ সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের (জিএসপি) সুযোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্রে এখন নতুন সরকার এসেছে। জিএসপি সুবিধা পুর্নবহালের বিষয়টি কংগ্রেসের ওপর নির্ভর করছে।’
তিনি যুক্তরাষ্ট্রের বাজারকে বাংলাদেশী পণ্যের একক বৃহৎতম রফতানি বাজার হিসেবে ধরে রাখতে তৈরি পোশাকের পাশাপাশি রফতানি পণ্য বহুমূখীকরণের পরামর্শ দেন।
উল্লেখ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্দেশ্য ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে টিকফা চুক্তি স্বাক্ষর করে।