ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষাবৃত্তি আর নয়, জীবন হোক কর্মময় এই স্লোগানকে সামনে রেখে ভিক্ষুকদের কর্মসংস্থান ও পূনর্বাসন কার্যক্রম মূল্যায়ন (বর্তমান অবস্থা, ভবিষ্যতে চাহিদা ইত্যাদি উপযোগিতা যাচাই) করণের ওপর শনিবার বিকালে উপজেলার ভিক্ষুকদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশ সোনার বাংলাদেশ। আমাদের দেশের কোন হতদরিদ্র পরিবারের কোন ব্যক্তি অসহায় হয়ে যেন অন্যের কাছে ভিক্ষাবৃত্তি করার জন্য হাত না পাতে। তাদেরকে স্বাবলম্বী করতে আমাদের এই আয়োজন।
ভিক্ষা কোন শান্তির পেশা নয়, ভিক্ষা না করে আপনাদের পাশে আমি বা আমার প্রশাসনের কর্মকর্তারা রয়েছি আমাদের মাধ্যমে আজ যে উপকরণ আপনাদের মাঝে দেওয়া হচ্ছে সেটাকেই নিয়ে আপনি আপনার অবস্থার পরিবর্তন ঘটানোর চেষ্টা করুন। এতে যদি আপনার পরিবর্তন না হয় অথবা আরো দরকার হলে আমার প্রশাসনের নিকট আপনার দাবি জানান আমরাই পূরণ করার চেষ্টা করবো। তবুও আপনার দৃষ্টি ভঙ্গির পরিবর্তন এনে অন্য কোন ব্যক্তির নিকট হাত পাতবেন না।
এরপরও যদি কোন ভিক্ষুকে কোন ব্যক্তির নিকট হাত বাড়াতে দেখি তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমাদেরকে ভিক্ষা করে জীবিকা অর্জন করার চেয়ে কর্ম করে অর্জিত অর্থদিয়ে কোন কিছু কিনে খেলে দেখবেন যে ঐ খাবারে আরো বেশি তৃপ্তি। তিনি উপজেলার সকল ভিক্ষুকদের ভিক্ষা না কারার জন্য সপথ করান এবং আজকের পরে আর কোন ভিক্ষুকদের অর্থদিয়ে সাহয্য না করতে সকলের প্রতি আহবান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাহান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বি,এম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোছাঃ নাসরিন সুলতানা, উপজেলা সমন্বয়কারী মোছাঃ সালমা খাতুন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।