অগ্রসর রিপোর্ট : জার্মানির রাজধানী বার্লিনে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার প্রথম প্রহরে বার্লিনের ক্রয়েৎসব্যার্গ এলাকায় হওয়া এই ঘটনায় চারজন আহত হয়েছে। যার মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন বলছে, রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির কার্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। আহতদের একজনকে পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়। বাকিরা রাস্তায় পড়েছিলেন। ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে ইতোমধ্যে ঘটনার মূলহোতাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।
ঘটনাস্থলের আশেপাশে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার প্রদক্ষিণ করতে দেখা গেছে। সাবওয়ে স্টেশনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বার্লিনে বিভিন্ন দল ও অপরাধী গোষ্ঠীর মধ্যে এর আগেও এমন গোলাগুলির ঘটনা ঘটেছে।