এক সিরীয় শরণার্থী দক্ষিণ জার্মানিতে এক গর্ভবতী নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে রিউটলিয়েন শহরের কেন্দ্রীয় বাস স্টেশনের একটি কাবাবের দোকানে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ খবর দেওয়া হয়। এক ব্যক্তি এক নারীকে কুপিয়ে হত্যা করেছে। এক প্রত্যক্ষদর্শী জার্মান পত্রিকা বিল্ডকে জানান, হামলায় নিহত নারী গর্ভবতী হয়ে থাকতে পারেন।
স্থানীয় কর্তৃপক্ষ হামলাকারীকে ২১ বছরের সিরীয় শরণার্থী হিসেবে চিহ্নিত করেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। এমনকি সে চাপাতি হাতে পুলিশের গাড়ির দিকে ছুটে যায়। এ সময় এক বিএমডব্লিউ গাড়ির চালক তাকে ধাক্কা দিয়ে রাস্তায় চাপা দেয়। গাড়ি চাপায় আহত অবস্থায় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও পুলিশ আসা পর্যন্ত জীবিত ছিল হামলাকারী।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চাপাতি দিয়ে আঘাত করার আগে ওই নারীর সঙ্গে তর্কে জড়ায় সিরীয় যুবক।
গত দশদিনের মধ্যে পশ্চিম ইউরোপে এটি চতুর্থ হামলার ঘটনা। আর জার্মানিতে এটা তৃতীয় হামলা।