জামালপুর প্রতিনিধি- জামালপুরের বকশীগঞ্জের কামালপুর স্থলবন্দরের আমদানি রফতানিকারক সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে আমদানীকারকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এ কারনে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে কামালপুর স্থল বন্দরে পুলিশি টহল জোড়দার করা হয়েছে।
জানা গেছে, কামালপুর স্থলবন্দরে আমদানী-রপ্তানিকারক সমিতির নির্বাচিত কমিটির সভাপতি (বিএনপি সমর্থিত) আব্দুল্লাহ আল-মোকাদ্দেস রিপন ও সাধারণ সম্পাদক হাছান যোবায়ের হিটলার (আওয়ামীলীগ সমর্থিত) মিলে মিশে সমিতির অনেক টাকা লুটপাট করেছেন মর্মে অভিযোগ রয়েছে।
এ কারণে শুক্রবার উক্ত কমিটিকে বাদ দিয়ে বিশিষ্ট আমদানিকারক গোলাম রসুল সেতুকে আহ্বায়ক ও জাহাঙ্গীর আলমকে যুগ্ন-আহবায়ক করে ৫৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়। নতুন ওই কমিটির সদস্যরা স্থলবন্দরে একটি মিটিং করার ঘোষণা দেন। অপরদিকে সমিতির বর্তমান কমিটিও আলাদা কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে উভয় পক্ষই কর্মসূচি পালনে অনড় অবস্থানে থাকায় কামালপুর স্থলবন্দরে দেখা দেয় চরম উত্তেজনা। ব্যাপক পুলিশি তৎপরতার কারণে উভয় পক্ষের কর্মসূচি ভূন্ডল হয়ে যায়।
এ ব্যাপারে কামালপুর স্থলবন্দরে আমদানি রফতানিকারক সমিতির সদস্যরা অভিযোগ করে বলেন, সমিতিতে দেড় শতাধিক সদস্যদের সঞ্চিত টাকা লুটেপুটে খাওয়ার জন্য আমদানী-রপ্তানিকারক সমিতি গঠন করিনি। সমিতির স্বার্থেই আগের কমিটি বিলুপ্ত করা দরকার। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দরের উভয় কমিটির কার্যক্রম ও মিছিল সভা সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।