স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাত করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, এ সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
শেখ হাসিনা সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকার পরিচালনায় অব্যাহত সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কাঙ্খিত উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।