স্টাফ রিপোর্টার: নিউইয়র্কের পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
‘এ্যালায়েন্স অব বাংলাদেশী আমেরিকান’-এর ব্যানারে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।
এতে যোগ দেন নিউইয়র্কভিত্তিক মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা জাতিসংঘ থেকে পাকিস্তানকে বহিষ্কারের দাবি জানান।
ম্যানহাটানের ফিফথ এভিনিউতে পাকিস্তানী কন্স্যুলেটের সামনে এ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তারা মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানকে বাংলাদেশের পাওনা সম্পদ এবং একই সঙ্গে নিউইয়র্কের পাকিস্তান কন্স্যুলেট ভবনের ৬০ শতাংশ মালিকানা বাংলাদেশকে দেওয়ার দাবি জানান।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশী আমেরিকানদের অংশগ্রহণে সমাবেশ থেকে ‘ডাউন ডাউন পাকিস্তান’, পাকিস্তান পাকিস্তান, টেরোরিস্ট টেরোরিস্ট ও পাকিস্তানী টোরোরিজম ডোন্ট সাপোর্ট’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানান।
একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে জাতিসংঘ থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ড. প্রদীপ রঞ্জন কর, সম্মিলিত সাংস্কৃতিক জোট নিউইয়র্কের সভাপতি মিথুন আহমেদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্ল্যাহ, কলামিস্ট বেলাল বেগ, আওয়ামী লীগ নেত্রী আইরিন পারভিন, শাহানারা রহমান, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, মোর্শেদা জামান, নুরুন্নাহার গিনি।
বিক্ষোভ সমাবেশ শেষে আয়োজক সংগঠন ‘এ্যালায়েন্স অব বাংলাদেশী আমেরিকান’দের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের উদ্দেশে একটি স্মারকলিপি প্রদানের চেষ্টা করা হলেও পাকিস্তানী কন্স্যুলেটের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়নি।