অগ্রসর রিপোর্ট : দুর্নীতি দমনে অনেক ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ সোমবার সকালে দুদক কার্যালয়ে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, আমরা জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হতে পারে অনেক ক্ষেত্রে সকলের প্রত্যাশা পূরণ করতে পারিনি। সামনে আস্থা বাড়িয়ে সবার প্রত্যাশা পূরণ করব।
এ সময় দুর্নীতি প্রতিরোধ করতে সবার সহযোগিতা চেয়ে ইকবাল মাহমুদ বলেন, আমরা সবক্ষেত্রে ব্যর্থ হয়েছি, এটা সঠিক নয়। কারণ এ সময়ে আমাদের অনেক অর্জন হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় দুদক। এ ব্যাপারে ইকবাল মাহমুদ বলেন, ছোট-বড় সবার বিরুদ্ধে পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন।
এর আগে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকালে কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ান দুদক চেয়ারম্যান।