অগ্রসর রিপোর্ট : ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর (২৫) মৃত্যুর ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের ফতেহাবাদ এলাকায় বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেন ভাঙচুর করেছে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, এ ঘটনার পর চট্টগ্রাম-নাজিরহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে, সোমবার সকাল ৯টা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করেন।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা শাটল ট্রেন অবরোধ করেছেন। আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চালাচ্ছি।
গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে চবি এলাকায় নিজ বাসার ফ্যানে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা, এ বিষয়ে কিছু জানা যায়নি।
নিহত দিয়াজ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। চবির ফাইন্যান্স বিভাগ থেকে সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেন। মা, ছোট ভাই ও বোনদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন তিনি।