অগ্রসর রিপোর্ট :ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে ১২ হাজার ৯১ জনে দাঁড়াল। আর বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৩ জন ও ঢাকার বাইরে ১৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
আজ সোমবার বিকালে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে আজ ভর্তি রোগীসহ দেশে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২২০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৫ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।
গত আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাইয়ে ২ হাজার ২৮৬, জুনে মাসে ২৭২ এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ জন ডেঙ্গুতে মারা গেছেন।