চট্টগ্রাম প্রতিনিধি- অবৈধ ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামে তিনটি ফার্মেসি সিলগালা ও দুটিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নগরীর কোতোয়ালি থানার পুরাতন গির্জা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওষুধ প্রশাসন অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। এ সময় ওষুধ প্রশাসন দফতরের তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ওষুধ প্রশাসন দফতর সূত্র জানায়, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির দায়ে লোকনাথ হোমিও হল, জগন্নাথ হোমিও হল ও সাধনা হোমিও হল সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন ওষুধ, টেস্টি স্যালাইন, সিরিঞ্জ বিক্রির দায়ে ন্যাশনাল ফার্মেসিকে ২ হাজার টাকা ও বণিক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি নিশ্চিত করেন ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব। তিনি বলেন, লাইসেন্সবিহীন ফার্মেসি ও অবৈধ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।