অনলাইন ডেস্ক- গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস আগামী ২০ সেপ্টেম্বর দেশটিতে সাধারণ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন। গ্রিসের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার তৃতীয় বেইল আউটের প্রথম কিস্তি হিসেবে ১৩ বিলিয়ন ইউরো পায় গ্রিস। তবে দাতাদের দেয়া বিভিন্ন কঠিন শর্ত মেনে নেয়ার কারণে ক্ষমতাসীন সিরিজা পার্টির অনেক সদস্যের ক্ষোভের মুখে পড়তে হয় সিপরাসকে। এছাড়াও বিভিন্ন কারণে দলের ভেতর সিপরাসের জনপ্রিয়তা কমে গিয়েছে বলে মনে করছেন অনেকে। দেশটির জ্বালানি ও পরিবেশমন্ত্রী পানোস স্কোয়ারলেটিস রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘বর্তমানে নিশ্চিতভাবেই নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে’। বৃহস্পতিবার টেলিভিশনে সিপরাসেরও একটি ভাষণ দেয়ার কথা রয়েছে।
গত শুক্রবার বেইল আউট প্রসঙ্গে ভোটে সিরিজার ১৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৪৩ জনই প্রস্তাবের বিরোধিতা করেন বা পক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকেন। গত জানুয়ারিতে নির্বাচিত হওয়া সিপরাসের জনপ্রিয়তা যে কমে গিয়েছে এ ঘটনা তাই প্রমাণ করে। ঋণদাতাদের যেসব কঠিন শর্ত সিপরাস মেনে নিয়েছেন এগুলোর বিরুদ্ধে কাজ করার ঘোষণা দিয়েই তিনি ক্ষমতায় এসেছিলেন। গ্রিসে কোন নির্বাচিত সরকারের যদি এক বছরের মধ্যে পতন হয় তবে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠন করতে প্রেসিডেন্ট অনুমতি দিতে পারেন। তবে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে আরেকটি নির্বাচনের পথেই এগোবে দেশটি।