কোস্টগার্ড জানিয়েছে, রোববার সকালে ইউরোপিয়ান বর্ডার প্যাট্রল এজেন্সির লিথুনিয়ার একটি হেলিকপ্টার পূর্ব ইজিয়ান সাগরে লেসবস উপকূলের কাছে লোকজনকে ভাসতে দেখে। খবর পেয়ে কোস্টগার্ডের দুটি নৌকা ঘটনাস্থলে ছুটে যায় এবং ২০ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া লোকজন জানিয়েছে, নৌকাটিতে ৪৬ জন শরণার্থী ছিল। তবে উদ্ধার ও নিখোঁজ হওয়া লোকজন কোন দেশের, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে প্রতিদিন শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর ও ইজিয়ান সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে। শনিবারও লিবিয়া উপকূল থেকে প্রায় ৫ হাজার শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড, নৌবাহিনী এবং ডক্টরস উইদাউট বর্ডারসের কর্মীরা।