অগ্রসর রিপোর্ট :গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে সন্তোষ বিশ্বাস (৫২) নামে এক গ্রাম্য ডাক্তারের গলা কেটে হত্যা চেষ্টা করেছে শংকর পাটোয়ারী নামে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২ জুন) সকালে সন্তোষ বিশ্বাস গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সন্তোষ বিশ্বাস সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সতীশ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার।
গ্রেপ্তার বখাটে যুবক শংকর পাটোয়ারী (২২) ওই গ্রামের স্বপন পাটোয়ারীর ছেলে।
ওসি মো. মনিরুল ইসলাম জানান, প্রতিবেশী স্বপন পাটোয়ারীর বখাটে ছেলে শংকর পাটোয়ারী সন্তোষ বিশ্বাসের গাছের আম পাড়ে। এ ঘটনাকে কেন্দ্র্র করে সে (সন্তোষ বিশ্বাস) শংকর পাটারীকে গালমন্দ করেন।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার (১ জুন) গভীর রাতে শংকর পাটোয়ারী ওষুধ নেওয়ার কথা বলে ওই গ্রাম্য ডাক্তারের বাড়িতে এসে তাকে ডাক দিলে তিনি দরজা খুলে দেন। এ সময় শংকর পাটারী ধারালো ছুরি দিয়ে তার গলায় কোপ দিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আহত সন্তোষ বিশ্বাসকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই বখাটে যুবক শংকর পাটোয়ারীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
আহত সন্তোষ বিশ্বাস বলেন, ‘রাতে ওষুধ নেওয়ার জন্য দরজায় নক করে শংকর পাটোয়ারী। এসময় দরজা খুলে দিলে সে ভিতরে প্রবেশ করে আমার গলায় চুরি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’