ঢাকা প্রতিনিধি- দেশের বৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ব্যাংক হিসাব চেয়েছে জাতীয় রাজস্ব (এনবিআর)। এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়কর সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানে অপারেটরটির ব্যাংক হিসাবে চেয়ে তলব করেছে।
এর আগে গত ২৮ জুন দেশের সবগুলো ব্যাংককে চিঠি দিয়ে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে অপারেটরটির সবগুলো হিসাবের বিবরণী চেয়েছে এলটিইউ। চিঠিতে উল্লেখ আছে গত ২০১৪-১৫ অর্থবছরে আয়কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এ সময়ের লেনদেনের হিসাব বিবরণী জানা প্রয়োজন। তবে কতদিনের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে সে বিষয়ে কিছু বলা নেই চিঠিতে।
চিঠিতে স্বাক্ষর করেছেন এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের অডিট ইউংয়ের উপ-কর কমিশনার মো.আতাউল হক। তার কাছেই হিসাব সংক্রান্ত সব তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে গ্রামীণফোনের টিআইএন নম্বর উল্লেখ করা হয়েছে ০৭০-২০০-৭৫৫৭। ঠিকানা হিসেবে দেয়া হয়েছে জিপি হাউজ, বসুন্ধরা, বারিধারা, ঢাকা। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন কারণে গ্রামীণফোনসহ একাধিক মোবাইল ফোন অপারেটরের ব্যাংক হিসাব ফ্রিজ (স্থগিত) করেছিল এনবিআর।
এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে জিপির পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।