আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন। প্রথম দিন থেকে মেলার ১৩ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে।
স্বাধীনতাউত্তর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মমভাবে সপরিবারে নিহত হবার পর থেকে রাষ্টধক্ষমতায় যে স্বৈরতন্ত্রের অভিষেক হয়েছিল তা চলমান ছিল দীর্ঘসময়। জননেত্রী শেখ হাসিনার আপশহীন মনোভাব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর নিষ্ঠা, অবিচলতা, সংগ্রাম, ত্যাগ ও তীতিক্ষা তাঁকে নিজ দেশে ও বিশ্বব্যাপী করে তুলেছে অনন্য নেত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তিনি হারানো গণতন্ত্রকে ফিরিয়ে এনে রাষ্ট্রক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। তিনি গণতন্ত্রের মানসকন্যা। তিনি মনে করেন ‘সবার উপর মানুষ সত্য। গণতন্ত্র যখন বিপন্ন, মানবতা যখন লাঞ্ছিত, তখন তার সোচ্চার কণ্ঠ একত্রিত করেছে মুক্তিকামী মানুষকে। সংগ্রামে আন্দোলনে গৌরবগাথায় তাঁর বিচক্ষণতা, তাঁর নেতৃত্ব, তাঁর সাফল্য তুলনাহীন। বৃহৎ জনগোষ্ঠীর জন্যে উন্নয়ন তাঁর মূল লক্ষ্য সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো স্পষ্টভাষী এই নেত্রী অর্জন করেছেন দেশের মানুষের হৃদয়ছোয়া ভালোবাসা আর বিদেশে থেকে সম্মান আর উপাধি।
বিগত তিন দশকে বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে তাঁর অনেক গুলো প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শত ব্যস্ততার মধ্যেও যে শেখ হাসিনার লেখনী কখনও থেমে থাকেনি তার প্রমাণ নির্বাচিত প্রবন্ধ। এই সংকলনে
বিভিন্ন সময়ে লেখা ও প্রকাশনা থেকে ১৩টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে।
শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’ গ্রন্থটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গীর পরিচয় বহন করে। যে কারণে গ্রন্থটির গুরুত্ব অপরিসীম।
বইটির ভূমিকা লিখেছেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। মূল্য ৩৫০.০০ টাকা।
শেখ মুজিব আমার পিতা ৫ম মুদ্রণ প্রকাশিত হবে মেলার প্রথম দিন। গ্রন্থটি মূলত শেখ হাসিনা লিখিত
স্মৃতিকথামূলক সংক্ষিপ্ত আত্মজবনিক রচনা। ইতোমধ্যে গ্রন্থটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
তাঁর লিখিত নিন্মোক্ত বই গুলোর পুনর্মুদণ বইমেলায় প্রকাশিত হবে :
1. Democracy Poverty Elimination and Peace
2. People and Democracy
3. Democracy in Distress Demeaned Humanity
এছাড়াও আগামী প্রকাশনী থেকে শেখ হাসিনার আরো ৯টি বই প্রকাশিত হয়েছে।
১. সাদাকালো
২. বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা
৩. দারিদর্ধদূরীকরণ : কিছু চিন্তা ভাবনা
৪. সহেনা মানবতার অবমাননা
৫. বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম
৬. ওরা টোকাই কেন
৭. আমরা জনগণের কথা বলতে এসেছি (জাতীয় সংসদে ভাষণ ১৯৮৭-১৯৯৮)
৮. Living in Tears
৯. জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (যৌথ সম্পাদনা)
বই গুলোও অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে ।