অগ্রসর রিপোর্ট : নগরীর ইসলামপুরে বুধবার রাতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়জিদ (৮) এবং মেয়ে ফাতিমা (৪)। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। পরিবারটি ইসলামপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, মনিরা রাত ৯টার দিকে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালান। এর আগেই সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে পুরো বাসায় তা ছড়িয়ে পড়েছিল। এতে ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তারা মারা যান।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাওসার চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।