স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় বিদ্যুৎ মজুমদার (৬২) নামের এক চিকিৎসক নিহত হয়েছে।
সোমবার (১০ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঢামেকে ছুটে আসেন, মৃতের স্ত্রী ঢামেক হাসপাতালের নার্সিং সুপারভাইজার গীতা রানী নাথ। তিনি জানান, তারা বর্তমানে চকবাজার উর্দ্দু রোড এলাকায় থাকেন। তার স্বামী বর্তমানে গাজীপুর কাপাসিয়ায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার তফাদার পাড়া গ্রামে।
সন্ধ্যায় গাজীপুর থেকে চকবাজারের বাসায় আসার উদ্দেশে গুলিস্তান নেমে রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন বিদ্যুৎ মজুমদার।
আহত অবস্থায় পল্টন থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মনিবুর রহমান সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় বাস দুটি এবং দুই চালক আটক আছে। বাসসহ চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।