প্রতাক্ষদর্শী ও নাভানা টাওয়ারের নিরাপত্তারক্ষী জানায়, দুইজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী বাবুল খান জানান, রাত আড়াইটায় ডিসিসি মার্কেট সংলগ্ন কাঁচা বাজারে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুনের তীব্রতায় ডিসিসি মার্কেটের একাংশ ধ্বসে পড়েছে। দাউ দাউ করে এ আগুন ছড়িয়ে পড়ছে। আগুন ক্রমশ ডিসিসি মার্কেটের মসজিদের দিকে ছড়িয়ে পড়ছে।
গুলশান থেকে প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন জানান, কাঁচা বাজারে আগুন লাগলেও এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ডিসিসি মার্কেটে। ডিসিসি মার্কেটের স্বর্নের দোকান পর্যন্ত দোতলা ভবনের একাংশ ভেঙ্গে পড়ে যায়।
এদিকে আগুনের খবর পেয়ে শত শত মানুষ ভীড় করে গুলশানে। ডিসিসি মার্কেটের ব্যবসায়ীরাও এ খবর পেয়ে ছুটে আসে।
ডিসিসি মার্কেটের ব্যবসায়ী মাসুদ বলেন, ‘কীভাবে এ আগুন লেগেছে কেউ বলতে পারবো না। তবে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এ পর্যন্ত অন্তত ৫শ দোকান পুড়ে গেছে। আরও কতো পুড়বে, সেটা আল্লাহই জানেন।’