গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, ফ্ল্যাটের একটি কক্ষে আগুন লাগে। ওই বাসার ৩ গৃহকর্মী ওই কক্ষে ছিলেন। তারা ৩ জনই দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- শরিফা আক্তার (১৮), পারভিন বেগম (৩৮) ও বেদানা আক্তার (২০)। তাদের মধ্যে শরিফা ও বেদানার শরীরের ৯০ শতাংশ এবং পারভিনের ২০ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার সকাল সোয়া ৬টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ওই কক্ষের আগুন নেভায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।