অগ্রসর রিপোর্ট: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর আনাদোলুর।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কমলা বলেন, ‘আমি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে আমার গুরুতর উদ্বেগ স্পষ্ট করেছি, যেখানে ২০ লাখেরও বেশি মানুষ উচ্চ স্তরের খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন এবং ৫ লাখ মানুষ তীব্র নিরাপত্তাহীনতার বিপর্যয়কর স্তরের সম্মুখীন।
কমলা আরও জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার গঠনমূলক ও খোলাখুলি কথা হয়েছে। তিনি বলেন, ‘আমি আবার ইসরায়েলের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতার কথা জানিয়েছি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু তারা কীভাবে এই অধিকার প্রয়োগ করছে, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।’
কমলা বলেন, ‘গত নয় মাসে গাজায় যা ঘটেছে তা ‘বিধ্বংসী’। মৃত শিশুদের চিত্র এবং মরিয়া, ক্ষুধার্ত মানুষ নিরাপত্তার জন্য পালিয়ে যাচ্ছে, কখনও কখনও দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের জন্য বাস্তুচ্যুত হয়েছে৷ আমরা এই ট্র্যাজেডিগুলোর দিকে তাকাতে পারি না। আমি এনিয়ে চুপ করে থাকব না।’
এছাড়াও নেতানিয়াহুকে অবিলম্বে যুদ্ধবিরতিতে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। তার এমন মন্তব্যের মাধ্যমে, যুক্তরাষ্ট্রের গাজা নীতিতে একটি বড় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।