অগ্রসর রিপোর্ট : গাজায় নজিরবিহীন নির্মমতা চালাচ্ছে ইসরায়েল। বসত বাড়ি থেকে হাসপাতাল কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। বিশেষ করে আহত গাজাবাসীর শেষ আশ্রয় হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এখন আহত মানুষদের চিকিৎসা নেয়ার আর কোনো উপায় নেই।
এবার গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ চালু থাকা হাসপাতালটিও বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ইসরায়েলি অভিযানের ফলে উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
গতকাল শুক্রবার হাসপাতালটিতে অভিযান চালানো হয়। অভিযানের আগে ইসরায়েলি হামলায় হাসপাতালটির কিছু অংশে আগুন ধরে যায়।
কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান ঈদ সাব্বাহ জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টার দিকে ইসরায়েলি বাহিনী তাদের হাসপাতালে রোগী ও কর্মীদের সরিয়ে নিতে প্রশাসনকে ১৫ মিনিট সময় দেয়।
পরে ইসরায়েলি সেনারা হাসপাতালে প্রবেশ করে বাকি রোগীদের সরিয়ে দেয়।
ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার বিকেলে জানিয়েছে, তারা হাসপাতাল এলাকায় অভিযান চালাচ্ছে। তারা ‘হাসপাতালকে হামাসের শক্ত ঘাঁটি’ বলে অভিহিত করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আন্তর্জাতিক মুখপাত্র নাদাভ শোশানি শুক্রবার সন্ধ্যায় এক্স পোস্টে বলেন, “প্রাথমিক তদন্ত অনুযায়ী, অভিযানের সময় হাসপাতালের কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে।”