গাইবান্ধা জেলা প্রতিনিধি : সিয়াম সাধনা ও সংযমের মাস হলেও প্রতি বছরের ন্যায় এবারেও রমজানে সকল ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েই চলছে। সব ধরণের দ্রব্যের পাশাপাশি ইফতারের দাম সাধারণ মানুষের প্রায় ক্ষমতার বাহিরে চলে গেছে।
গাইবান্ধা জেলা শহরের রেলগেট সংলগ্ন কয়েকটি ইফতারের দোকানে খোঁজ নিয়ে দেখা যায় ইফতারীর পণ্যের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ছোলা ১০০ থেকে ১১০ টাকা, প্রতি কেজি বুন্দ ৯০ থেকে ১০০ টাকা, প্রতি পিস বেগুনী ৮ টাকা, মুড়ি প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, প্রকারভেদে প্রতি কেজি খেজুর ১৭০ থেকে ৩০০ টাকা করে বিক্রয় হচ্ছে। পিয়াজি, আলুর চপসহ মুখরোচক অন্যান্য ইফতার সামগ্রীর দামেও রয়েছে অসঙ্গতি।
যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। প্রতিদিন ইফতারের পশরা সাজানো দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় থাকলেও দাম নিয়ে রয়েছে চরম অস্বস্তি। তবু সাধ্যমতো চলচে কেনাবেচা । নিম্ন আয়ের মানুষ মোঃ মিজানুর রহমানের সাথে কথা বলে জানা যায় বাজারে ইফতার সামগ্রীর দাম অনেকটা ক্রয় ক্ষমতার বাইরে।