খালেদা জিয়া রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন
অগ্রসর প্রতিবেদক : বিএনপির জাতীয় কাউন্সিল সামনে রেখে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থায়ী কমিটির ‘জরুরি’ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন দলটির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম।
তিনি বলেন, বিএনপির কাউন্সিলের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চেয়ারপারসন এই বৈঠক ডেকেছেন।
আগামী ১৯ মার্চ শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধন করার কথা খালেদা জিয়ার।
কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব সুনির্দিষ্টকরণ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বেশ কিছু পদের সংখ্যা বৃদ্ধি, দলের উপদেষ্টামণ্ডলী গঠনসহ বেশ কিছু সাংগঠনিক পদ সৃষ্টির জন্য গঠনতন্ত্রে সংশোধন প্রস্তাবের খসড়া চূড়ান্ত করছে গঠনতন্ত্র সংশোধনী উপ-কমিটি।
ওইসব প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলে নীতি নির্ধারক একাধিক সদস্য জানিয়েছেন।