খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত’
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারি দলের নেতা-নেত্রীরা যে ভাষায় কথা বলছেন, সেটা সব ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং এ বক্তব্যের সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে অথবা আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে কটাক্ষ করে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো কখনোই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না এবং গণতন্ত্রের পক্ষে যায় না।
সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা দল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এটি কাকরাইল মোড় প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।