অগ্রসর রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে যুবদল আয়োজিত এক বিশাল যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হলেও বেলা ১০টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এ সময় তারা দলীয় চেয়ারপারর্সন খালেদা জিয়া মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। দুপুর ১টার মধ্যেই কাকরাইল, নয়াপল্টন থেকে ফকিরাপুল মোড়ের রাস্তার পাশে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়। সিনিয়র নেতাদের বক্তব্য চলাকালে নেতাকর্মীরা ‘হটাও হাসিনা বাঁচাও দেশ, টেকব্যাক বাংলাদেশ’, টেকব্যাক বাংলাদেশ’ বলে স্লোগান দিতে থাকে।
টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে আর কারো কারো পিঠের চামড়া থাকবে না।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অনেক শক্তিশালী। ওনার নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলনে আমরা রাজপথে থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি না করা পর্যন্ত ও দেশনেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং যে সব ভাইয়েরা ভোট দিতে পারেনি তাদের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকব, রাজপথ ছেড়ে যাব না।
এ সময় তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর রাজবন্দি থেকে মুক্তির দাবিও জানান।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের ভারপ্রাপ্ত আহবায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল আকিল, জাকির হোসেন নান্নু, গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।