আজ বুধবার দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সাঁওতাল হোমলেস (গৃহহীন) থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
কতজনকে বাড়িঘর নির্মাণ করে দেয়া হবে- এ প্রশ্নের জবাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২-১০টা যাই হোক, প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি তৈরি করে দেয়া হবে।
দলীয় কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনো গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে- এমন আভাস পাওয়া গেছে। দলীয় কোন্দল থেকে এ ধরনের ঘটনা ঘটলে আমি প্রধানমন্ত্রীকে জানাতাম।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ ব্যাপারে মন্তব্য করা যাবে।
বিজয় দিবসের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, বিজয় দিবস পালনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরের প্যারেড গ্রাউন্ডের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এ দিন উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। গোয়েন্দারা আমাদের সে ধরনের কোনো আভাস দেয়নি। তারপরও আইন-শৃঙ্খলাবাহিনী এসব স্থানসহ জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও মানুষের নিরাপত্তা বিধানে কাজ করবে।
তিনি বলেন, বিজয় দিবসে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইলে সাত দিন আগে জানাতে হবে। অনুষ্ঠান রাতের আগেই শেষ হলে ভালো। ঢাকা-থেকে সাভার পর্যন্ত কোনো তোরণ নির্মাণ করা যাবে না বলেও জানান আসাদুজ্জামান কামাল।